চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রধানমন্ত্রীর শোক সাংবাদিক দিল মনোয়ারা মনুর ইন্তেকাল

১৫ অক্টোবর, ২০১৯ | ৩:০৩ পূর্বাহ্ণ

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট দিল মনোয়ারা মনু আর নেই। রবিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাতে এই নারী সাংবাদিক নেতাকে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়লে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি জানায়।-বাংলানিউজ

ফরিদপুরে ১৯৫০ সালে দিল মনোয়ারা মনু জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। সুফিয়া কামাল ও নুরজাহান বেগম সম্পাদিত ‘বেগম’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে তার সাংবাদিকতা জীবনের শুরু। ১৯৮৮ সালে থেকে দীর্ঘ ২৫ বছর পর্যন্ত পাক্ষিক ‘অনন্যা’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট