চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

যাত্রাবাড়ী সড়কে পাটকল শ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক

৭ মে, ২০১৯ | ১:৫৩ অপরাহ্ণ

ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুট মিলের প্রায় শতাধিক শ্রমিক রাস্তায় নেমেছেন। বকেয়া বেতনের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে  আন্দোলন করছেন শ্রমিকদল। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করেন তারা।

সড়ক অবরোধকারী পাটকল শ্রমিকদের দাবি, আট সপ্তাহের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। নিজেদের জীবন বাঁচাতে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে।

শ্রমিকদের অবরোধে কয়েক ঘন্টার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রাবাড়ী সড়কে চলাচলকারী সাধারণ মানুষ। তবে পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার দিকে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী সাংবাদিকদের জানিয়েছেন্, নগরীর যাত্রাবাড়ী মোড়ে সড়ক অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকার ভেতরে ঢুকতে পারছিল না। রমজানের প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত কারণে এমন যানজট তৈরি হয়। পরে পাটকলের মালিকপক্ষকে ডেকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার প্রতিশ্রুতি নেয়া হয়েছে। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর সরিয়ে দেয়া হয়েছে শ্রমিকদের। সকাল আটটা থেকে প্রায় দশটা পর্যন্ত অবরোধ থাকার পর পুলিশ গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

এর আগে গতকাল সোমবার সকালেও একই দাবিতে লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের প্রায় ১ হাজার শ্রমিক ডেমরা স্টাফ কোয়ার্টারের পাশের সড়ক অবরোধ করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট