চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

এসএসসি – সমমান, এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০১৯ | ২:১১ অপরাহ্ণ

এবার এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। গত বছর পাসের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে থাকলেও ছাত্ররাই বেশি সংখ্যক জিপিএ-৫ পেয়েছিল। এবার এই দুই সূচকই  অধিকার করে নিয়েছে ছাত্রীরা।

আজ সোমবার (৬ মে)  শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

সেক্ষেত্রে দেখা যায়, পরীক্ষায় এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

আট বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ২০ হাজার ৯৮০ জন ছাত্র  ও ৮ লাখ ৭৩ হাজার ৬৭২ জন ছাত্রী।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন ছাত্র ও ৭ লাখ ২৯ হাজার ৮৯৫ জন ছাত্রী পাস করেছে।

এই হিসাবে ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ ও ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ।

অন্যদিকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র ও ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী। দেখা যায়, ১ হাজার ৩৭৪ এর অধিক ছাত্রী ছাত্রদের চেয়ে পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট