চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কঙ্গোতে দুর্ঘটনায় নিহত এআইজি রৌশন আরা

আন্তর্জাতিক ডেস্ক

৬ মে, ২০১৯ | ১২:৪৫ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি) রৌশন আরা বেগম কঙ্গো প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৫ মে) সন্ধ্যায় কিনাশায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আজ সোমবার (৬ মে) সকালে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা এই তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ পুলিশে তিনি তার অবদানের স্বীকৃতিস্বরূপ দুই বার আইজিপি ব্যাচ ও বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি লরি রৌশন আরার গাড়িটিকে ধাক্কা দিলে মারাত্মক এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কমান্ডার ফারজানাসহ গাড়িতে থাকা অন্য এক যাত্রী নিরাপদে রয়েছেন।
বার্তায় আরও জানানো হয়, কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের মেডেল প্যারেডে অংশ নিতে গিয়েছিলেন রৌশন আরা বেগম।
প্রসঙ্গত, রৌশন আরা বাংলাদেশ পুলিশের দ্বিতীয় নারী হিসেবে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন। ১৯৮৮ সালের ফ্রেব্রুয়ারি মাসে তিনি পুলিশ ক্যাডারে যোগ দেন।
জাতিসংঘ শান্তি মিশনে কসোভো এবং সুদানে কৃতিত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন ও তার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রতিটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জাতিসংঘ পদকে ভূষিত হন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট