চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘ঘুষ চাইলে জানান ১০৬-এ’

পূর্বকোণ ডেস্ক

৫ মে, ২০১৯ | ১০:১৫ অপরাহ্ণ

সরকারি সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট কাউকে ঘুষ দিতে হলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানোর আহ্বান জানিয়েছেন দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম। আজ রবিবার (৫ মে) রাজশাহী জেলা শিল্প একাডেমিতে আয়োজিত ‘শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটি এওয়ার্ড ২০১৮’ বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ঘুষ নেয়া ও দেয়া সমান অপরাধ। সরকারি কোনো অফিসে কাজ করাতে বা সেবা নিতে গিয়ে কেউ ঘুষ চাইলে, ঘুষ দেয়ার আগে আমাদেরকে (দুদক) জানান। আমরা অবশ্যই ব্যবস্থা নেবো। আপনার সেই কাজটিও সুষ্ঠুভাবে করে দেয়ার ব্যবস্থা করবো।
দুর্নীতি সংক্রান্ত তথ্য জানাতে ১০৬ নম্বরে কল করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমাদের লোভ এতো বেড়ে গেছে যে আমরা শিক্ষাগ্রহণ করছি না। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে যারা উর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদেরকে নিজ নিজ প্রতিষ্ঠানে তদারকি বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ দুর্নীতি প্রতিরোধ কমিটিকে এওয়ার্ড প্রদান করা হয়। সভা শেষে দুদক কমিশনার সংশ্লিষ্ট সংগঠনগুলোর সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট