চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে নয়টা থেকে আড়াইটা

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০১৯ | ৮:১২ অপরাহ্ণ

সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে রমজান মাসে । রবিবার ৫ মে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। দেশে কার্যরত সব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই নির্দেশনাটি এরই মধ্যে পাঠানো হয়েছে ।

বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এ আদেশে বলা হয়ছে , হিজরি ১৪৪০ সনের পবিত্র রমজান মাস উপলক্ষে এ নতুন সময় সূচি ঘোষণা করা হয়েছে দেশে কার্যরত সব ব্যাংকের কার্যক্রমে ।

আদেশ অনুযায়ী রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত কর্মদিবসে ব্যাংকগুলো সকাল সাড়ে নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে। এর মাঝে দুপুর সোয়া একটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হবে।
তবে ব্যাংকে নিয়মিত লেনদেন চলবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। রোজাদারদের সুবিধার কথা মাথায় রেখেই এ সময়সূচী প্রণয়ন করা হয়েছে। রোজার ইদের পর ব্যাংকের অফিস ও লেনদেনের পরিবর্তীত সময়সূচি রমজানের আগের অবস্থায় ফিরে আসবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট