চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভাড়া দিতে না পারায় পরীক্ষার্থীকে গৃহবন্দী, বাড়ির মালিক আটক

পূর্বকোণ ডেস্ক

৪ মে, ২০১৯ | ৬:০৪ অপরাহ্ণ

ঘর ভাড়া দিতে না পারায় এক এইচএসসি পরীক্ষার্থীকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর জেলার ভোগরা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার র‌্যাব ওই বাড়িতে অভিযান চালিয়ে পরীক্ষার্থীকে উদ্ধার করে। একইসঙ্গে বাড়ির মালিককে আটক করে ।
উদ্ধার ছাত্রের নাম রবিউল ইসলাম। সে গাজীপুর আইডিয়াল কলেজের মানবিক বিভাগের ছাত্র এবং ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আটক বাড়িওয়ালা জাহাঙ্গীর আলম ভোগড়া উত্তর পাড়ার বাসিন্দা।
র‌্যাব-এর পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার আবদুল্লাহ আল মামুন শনিবার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর আলমের বাড়িতে শিক্ষার্থী রবিউল ইসলাম ও তার পরিবার দীর্ঘদিন ধরে ভাড়া থাকত। নিয়মিত ভাড়া প্রদান করে আসলেও পারিবারিক অস্বচ্ছলতার কারণে গত দুই মাসের ভাড়া বকেয়া পড়ে যায়। বাড়ি ভাড়া আদায়ের জন্য মালিক রবিউলকে একটি কক্ষে আটকে রাখেন। শনিবার র‌্যাব-১ এর একটি দল খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তালাবদ্ধ একটি ঘর হতে রবিউলকে উদ্ধার করে। পরে বাড়ির মালিক জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট