চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শপথ নিয়ে দিনভর নাটকীয়তা

মোহাম্মদ আলী

৩০ এপ্রিল, ২০১৯ | ৩:১২ পূর্বাহ্ণ

গত ২৫ এপ্রিল ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান শপথ নেন। এর চারদিনের ব্যবধানে দিনভর নানা নাটকীয়তার মধ্যে গতকাল সোমবার শপথ নিলেন বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্য। এ নিয়ে কয়েক ঘণ্টা ধোয়াশার পর রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপি থেকে নির্বাচিত চার নেতা শপথ নিয়েছেন। এদিকে বিএনপির চার সংসদ সদস্যের শপথ নেওয়াকে ঘিরে দলের সিনিয়র নেতারাও ছিলেন অনেকটা অন্ধকারে। তাদের অনেকে মিডিয়ার সাথে কথা বলা থেকে বিরত ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সাথে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করলে দৈনিক পূর্বকোণকে তিনি বলেন, ‘এ মুহূর্তে আমি কিছু জানি না। কেন্দ্রীয় নেতারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।’ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ‘বিএনপি থেকে নির্বাচিত চার সংসদ সদস্যের শপথের ব্যাপারে আমি কিছুই জানি না। আমি নোয়াখালী বিএনপির একটি প্রোগ্রামে আছি।’ তবে বিএনপির এই দুই নেতার বিপরীতে ভিন্ন কথা বলেছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার। দৈনিক পূর্বকোণকে তিনি বলেন, ‘দলের সিদ্ধান্ত নিয়েই বিকেলে বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য শপথ নিয়েছেন।’
প্রসঙ্গত শপথ নেওয়া বিএনপির নির্বাচিত চার সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভুঁইয়া ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাঁদের শপথ পড়ান। এর আগে গত ২৫ এপ্রিল ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান শপথ নেন। এখন বিএনপি থেকে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই শুধু শপথ নেওয়া থেকে বিরত রয়েছেন। এর আগে শপথ নিয়েছেন গণফোরামের মোকাব্বির খান এবং সুলতান মোহাম্মদ মনসুর। ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকেই বিএনপির সিদ্ধান্ত ছিল শপথ না নেওয়ার।
এদিকে গতকাল রাত পৌনে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই বিএনপি থেকে নির্বাচিত চার নেতা শপথ নিয়েছেন। বিএনপির নির্বাচিত চার সাংসদ শপথ নেওয়ার পর বিএনপি মহাসচিব ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সিদ্ধান্তের কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছেন এমন খবর প্রসঙ্গে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘সময় হলেই তা জানতে পারবেন।’
শপথ নেওয়ার পর গতকাল বিএনপির দুই সাংসদ দাবি করেছেন, তাঁরা দলীয় সিদ্ধান্ত মেনেই শপথ নিয়েছেন। সাংসদ আবদুস সাত্তার বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলাপ করে তাঁর সম্মতিতে সংসদে এসে শপথ নিয়েছি।’
আরেক সদস্য হারুনুর রশিদ বলেন, দলীয় সিদ্ধান্তেই তাঁরা সংসদে এসেছেন উল্লেখ করে বলেন, সংসদে তাঁরা নতুন নির্বাচন দাবি করবেন। বিএনপি চেয়ারপারসনের মুক্তি চাইবেন।’
উল্লেখ্য সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ নেওয়ার শেষ সময় ২৯ এপ্রিল রাত ৯টা। এই সময়ের মধ্যে শপথ নিতে বাকি থাকলেন কেবল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট