চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সারাদেশে আইসিইউ’র সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট
সারাদেশে আইসিইউ’র সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট

বোরকা পরা শিক্ষার্থীদের হয়রানি না করতে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক

১ জুলাই, ২০১৯ | ৯:৩৩ অপরাহ্ণ

শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব পরা মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানিতে সোমবার (১ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে এ ঘটনায় জড়িত স্কুল বা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর শরীফ ও আইনজীবী মো. আহসান।

সম্প্রতি ‘চট্টগ্রামে বোরকা পরায় স্কুলছাত্রী ও অভিভাবক নাজেহাল’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যেনাত পত্রিকার সম্পাদক আল্লামা মোহাম্মদ মাহবুব আলমসহ দুজন। রিটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব পরায় মুসলিম শিক্ষার্থীদের হয়রানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট