চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সুইস ব্যাংকে বাংলাদেশিদের ‍টাকার অনুসন্ধানে নামছে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

১ জুলাই, ২০১৯ | ৩:২১ অপরাহ্ণ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের রক্ষিত টাকার অনুসন্ধানে শীঘ্রই নামছে বাংলাদেশ ব্যাংক। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ এখন ৫ হাজার ৩৪৩ কোটি টাকা বা ৬১৭.৭২ মিলিয়ন সুইস ফ্রাঁ। গত এক বছরে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে প্রায় ২৯ শতাংশ। আমানতের ঊর্ধ্বগামিতার এ কারণ অনুসন্ধানে তদন্তে নামছে বাংলাদেশ ব্যাংকের অধীনে গঠিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউ’র প্রধান আবু হেনা মো. রাজী হাসান বলেন, সুইস ব্যাংকগুলোতে রক্ষিত টাকার পরিমাণ হঠাৎ বাড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিজস্ব টিম দ্বারা অনুসন্ধান চালানো হবে।

তিনি বলেন, সুইস ব্যাংকে রক্ষিত সব টাকাকে আমাদের নেতিবাচক হিসেবে দেখা ঠিক নয়। কারণ বাংলাদেশিদের টাকা বাড়ার বিষয়টি শুধু অর্থ পাচার নয়। ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ও লেনদেন বেড়েছে। এছাড়া প্রবাসীরা ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ ডিপোজিট রাখছেন। এসব কারণেও সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকা বাড়তে পারে। তবে কেউ যদি টাকা সেখানে অবৈধভাবে জমা রাখে, সেটা আমরা দেখব। এগমন্ট গ্রুপের সদস্য হিসেবে আমরা প্রয়োজনে তাদের চিঠি লিখব।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড’ শীর্ষক প্রতিবেদনটি গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ ব্যাংক । এর মধ্যে মুদ্রা পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে গঠিত বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ বিষয়ে খোঁজ-খবর নেয়া শুরু করেছে। তবে সরকার বাংলাদেশিদের অর্থ বাড়ার বিষয়টি পুরোপুরি নেতিবাচকভাবে দেখছে না।

সংশ্লিষ্টরা মনে করছেন, সুইস ব্যাংকে টাকা বাড়ার বিষয়টি শুধু অর্থ পাচার নয়। এর মধ্যে দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং প্রবাসীদের ডিপোজিটের বিষয়টিও জড়িত।

উল্লেখ্য, এগমন্ট গ্রুপ হলো বিশ্বের বিভিন্ন দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ) সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম, যারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে।
ব্যাংকস ইন সুইজারল্যান্ড শীর্ষক প্রতিবেদন অনুসারে, এক বছরে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ বেড়েছে ১ হাজার ২৭৪ কোটি টাকা যা আগের বছর ছিল ৪ হাজার ৬৯ কোটি টাকা।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট