চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

২৫০/ ২৬০ টাকা দরের সম্ভাবনা

মওসুমের প্রথম চা নিলাম কাল চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

আগামীকাল মঙ্গলবার মওসুমের প্রথম চা নিলাম। ব্রোকার হাউসগুলো এর জন্য পুরোদমে প্রস্তুত। ভাল মানের চা প্রতি কেজি ২৫০ টাকা থেকে ২৬০ টাকার মধ্যে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
প্রথম নিলামে তোলার জন্য চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেটের বাগানসমূহ এখানে কাস্টম বন্ডেড ওয়ারহাউসে চা পাঠিয়েছে। গত বছরের প্রথম নিলামের তুলনায় এবারে অফারিং বেশি। পাতার গুণগত মানও বেশ ভাল। ভ্যালুয়েশন হয়েছে ২৭০ টাকা থেকে ২৮০ টাকা। আবার কিছু কিছু পাতা ২৬৫ টাকা থেকে ২৭০ টাকা ভ্যালুয়েশন হয়েছে। ৩১০ টাকাও ভ্যালুয়েশন হয়েছে স্বল্প পরিমাণ পাতার। ব্রোকাররা ওয়ারহাউস থেকে স্যাম্পল সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছেন। নিলামের জন্য ক্যাটালগ তৈরি করে নমুনাসহ পাঠানো হয়েছে বায়ারদের কাছে। চায়ের গুণগত মান ও বৈশিষ্ট্য ইত্যাদি মন্তব্য সহকারে টি-টেস্টিং রিপোর্ট তৈরি করে বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়েছে। মওসুমের প্রথমদিকে আবহাওয়া ছিল চা আবাদের বেশ অনুকূলে। এ কারণে উৎপাদন হয়েছে প্রচুর, গুণগত মানও ভাল বলে জানালেন ব্রোকাররা। পরবর্তী নিলামের ক্লোজিং হচ্ছে আজ। প্রথম নিলামের জন্য উৎকৃষ্ট মানের পাতা এলেও পরবর্তী নিলামের জন্য আসা পাতার গুণগত মান তেমন ভাল নয়। কারণ, প্রতিকূল আবহাওয়া এবং নানা রোগবালাই। তাতে ফলন মার খাচ্ছে এবং মানও খারাপ হয়ে যাচ্ছে। চতুর্থ নিলাম পর্যন্ত এমন ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানা গেছে। টি সেল কো-অর্ডিনেশন কমিটির কর্মসূচি অনুসারে ২০১৯-২০২০ চা বর্ষে মোট ৪৫টি নিলাম অনুষ্ঠিত হবে। প্রথম নিলামটি হবে আগামীকাল এবং শেষ নিলামটি হবে আগামী বছরের ১৮ মার্চ। চট্টগ্রামে ৩৪ টি এবং শ্রীমঙ্গলে ১১টি নিলাম অনুষ্ঠিত হবে। প্রতিমাসে একটি করে নিলাম হবে শ্রীমঙ্গলে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট