চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

অনলাইন ডেস্ক

৫ ডিসেম্বর, ২০২০ | ৩:১০ অপরাহ্ণ

কুষ্টিয়ায় পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতার নির্মাণাধীন এক ভাস্কর্য ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৪ ডিসেম্বর) রাতের  কোন এক সময়ে ভেঙে ফেলা হয় এ ভাস্কর্য। শনিবার সকালে তা নজরে আসার পর ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন দল ও সংগঠন। তবে কারা এই ভাস্কর্য ভাংচুরে যুক্ত ছিল তা জানা যায়নি।

কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ শহরের ওই স্থানে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। ওই ভাস্কর্যটিই ভাঙা হয়েছে।

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে শনিবার শহরের এনএস রোডে মানববন্ধন করেছে জাসদ। সেখানে বক্তারা অভিযোগ করেন, শুক্রবার জুম্মার নামাজে খুৎবা পাঠে বিভিন্ন মসজিদে ভাস্কর্য অপসারণের উস্কানি দেওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট