চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২০ | ৩:২৩ অপরাহ্ণ

চলতি সপ্তাহে চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গের ঢাকায় আসার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা জানান, চীনের প্রতিরক্ষামন্ত্রীর ঢাকা সফর বাতিল করা অস্বাভাবিক কিছু নয়। এটি হতেই পারে। পরবর্তীতে পরস্পর সুবিধাজনক কোনো এক সময়ে এই সফরটি হবে।

এর আগে রবিবার (২৯ নভেম্বর) কাঠমান্ডু পোস্টের এক অনলাইন প্রতিবেদনে জানা যায়, একদিনের ঝটিকা সফরে চীনের প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে নেপালে অবস্থান করছেন। রবিবার নেপালের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে বৈঠক ছাড়াও দেশটির প্রেসিডেন্ট বিদ্যাদেবীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। ওই সফর শেষে তিনি বাংলাদেশ ও পাকিস্তান সফর করবেন।

প্রতিবেদনে এ সংক্রান্ত কোনো সূত্রের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু ঢাকার বিশ্বস্ত সূত্র জানায়, চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি বাংলাদেশে আসছেন না। তবে তার বাংলাদেশে আসার কথা ছিল বলে সূত্রটি জানায়।

এছাড়া কী কারণে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সফর বাতিল করা হয়েছে তার কোনো কারণও জানায়নি সূত্রটি।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট