২৯ নভেম্বর, ২০২০ | ২:০৪ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
ফেনীর কারাগারে থেকে বাদীকে বিয়ে করে ধর্ষণ মামলার এক আসামি মুক্তির জন্য জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিনের বাড়ি সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে।
আজ রবিবার (২৯ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন। সোমবার (৩০ নভেম্বর) এ বিষয়ে আদেশ দিবেন আদালত।
উল্লেখ্য, গত ২৭ মে জেলার সোনাগাজীর চরদরবেশ এলাকার এক তরুণীকে ধর্ষণ করেন তার প্রেমিক জহিরুল ইসলাম জিয়া। ঘটনার দিনই জিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলে গত ২৯ মে জিয়াকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
বিচারিক আদালতে ব্যর্থ হয়ে জিয়ার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে গত ১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেন জিয়া ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে। ওই আদেশের পরই ১৯ নভেম্বর ফেনী জেলা কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।
পূর্বকোণ/এএ
The Post Viewed By: 138 People