চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয় ২৪% মানুষকে

এশিয়ায় সর্বোচ্চ ৩৯ শতাংশ ভারতে

সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয় ২৪% মানুষকে

টিআই প্রতিবেদন

২৬ নভেম্বর, ২০২০ | ১১:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশে গত ১২ মাসে সরকারি সেবা গ্রহণকারীদের মধ্যে ২৪ শতাংশ মানুষকে ঘুষ দিয়ে কাজ করে নিতে হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

প্রতিবেশি দেশ ভারতে সরকারি কাজে ঘুষের হার ৩৯ শতাংশ। যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। তবে, ঘুষ লেনদেনের এ তালিকায় এশিয়ায় সবচেয়ে নিচে রয়েছে জাপান ও মালদ্বীপ। দু’টি দেশেই মাত্র দুই শতাংশ মানুষ সরকারি কাজে ঘুষ দিয়েছে।

গ্লোবাল করাপশান ব্যারোমিটার (জিসিবি) নামে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। এশিয়ার ১৭টি দেশের ২০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে সংস্থাটি।

এশিয়ার দুর্নীতি ও ঘুষ নিয়েই মূলত এই প্রতিবেদন করা হয়েছে। এই ১৭টি দেশের প্রতি চারজনে তিনজন মনে করে দুর্নীতি তাদের দেশে প্রধান সমস্যা। দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, তাইওয়ান, মালদ্বীপ, ভারত, থাইল্যান্ড, ফিলিপাইন, জাপান, নেপাল, মালয়েশিয়া, বাংলাদেশ, মঙ্গোলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম ও শ্রীলংকা।

প্রতিবেদনের তথ্য অনুসারে, বাংলাদেশের ৭২ শতাংশ মানুষ মনে করে সরকারের দুর্নীতিই দেশের প্রধান সমস্যা। সর্বোচ্চ ইন্দোনেশিয়ার ৯২ শতাংশ মানুষ মনে করে দুর্নীতি তাদের দেশে প্রধান সমস্যা। এশিয়ার এই ১৭টি দেশে ভোট কেনাবেচাও সাধারণ বিষয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। গত পাঁচ বছরে এসব দেশে প্রতি ৭ জনে একজনকে ভোট কেনার জন্য অর্থের প্রস্তাব দেওয়া হয়। দেশগুলোর ৩৮ শতাংশ মানুষ মনে করে দুর্নীতি তাদের দেশ বাড়ছে এবং ২৮ শতাংশ মানুষ মনে করে দুর্নীতি অপরিবর্তিত রয়েছে।

জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১৭টি দেশের ২০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালায় টিআই। সমীক্ষায় অংশগ্রহণকারীদের গত ১২ মাসে দুর্নীতি নিয়ে তাদের অভিজ্ঞতার কথা জানতে চাওয়া হয়। মূলত পুলিশ, আদালত, সরকারি হাসপাতাল, পরিচয়পত্র সংগ্রহ ও অন্যান্য সেবা নিয়ে প্রশ্ন করা হয় সমীক্ষায় অংশগ্রহণকারীদের।

 

 

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট