চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শাহজাদপুরে চার সন্দেহভাজন জঙ্গির আত্মসমর্পণ

২০ নভেম্বর, ২০২০ | ৩:১৪ অপরাহ্ণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে চার সন্দেহভাজন জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে র‌্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিট বাড়িটিতে ঢুকে কাজ শুরু করে। আত্মসমর্পণকারী চারজনের মধ্যে একজনের নাম কিরণ। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, গত রাত ১২টার দিকে রাজশাহী থেকে দুই সন্দেহভাজন জঙ্গি সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে সিরাজগঞ্জের ওই বাসায় অভিযান চালালে জঙ্গি সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

পরে আজ শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‌্যাব-১২ এর সদস্যরা। র‌্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোসাল ইউনিট সকাল ১০টা ৫০মিনিটে ওই বাড়িতে ঢুকে অভিযান শুরু করে।
জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিকে সাড়ে পাঁচ ঘণ্টা ঘিরে রাখে র‌্যাব। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়। ধারণা করা হচ্ছে বাড়িতে জঙ্গিদের তৈরি বোমাসহ অস্ত্রের মজুদ রয়েছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট