চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বেনাপোলে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২০ | ৫:৫১ অপরাহ্ণ

যশোরের ‌বেনা‌পোলে ভারতে পাচারের সময় ১৩টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে বেনাপোলগামী একটি লোকাল বাসে আটককৃত আশিকুর রহমান (৪০) নামে ওই ব্যক্তিসহ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পরে আটককৃতকে পুলিশে সোপর্দ করা হয়। দেড় কেজি ওজনের স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৯ লাখ টাকা।

যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে যশোর থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি লোকাল বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে আশিককে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে আনুমানিক এক কোটি ৯ লাখ টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন এক দশমিক ৪৭৩ কেজি।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটককৃত ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার করা সোনার বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট