চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার ডা. মামুন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২০ | ২:২৪ অপরাহ্ণ

রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার ঘটনায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশিদ।

জানা গেছে, যে চিকিৎসকরা প্রায় নিয়মিত মাইন্ড এইডে রোগী পাঠাতেন তাদের মধ্যে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডা. আব্দুল্লাহ আল মামুন। পুলিশ কর্মকর্তা আনিসুলকেও নিজের হাসপাতাল থেকে কৌশলে বিতাড়িত করে মাইন্ড এইডে পাঠিয়েছিলেন তিনি। ওই হাসপাতালে চিকিৎসার নামে অনৈতিক বাণিজ্য করা হয়- এটা জেনেশুনেও তাকে সেখানো পাঠানো হয়। ঘটনার দিন মাইন্ড এইডের ম্যানেজার আরিফকে ফোন করে ডা. মামুন পুলিশ কর্মকর্তাকে ভর্তি করানোর ব্যবস্থা করতে বলেছিলেন।

এরই মধ্যে এ মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  ৫ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট