চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিএনপি নেতা রিজভী ফের হাসপাতালে

অনলাইন ডেস্ক

১৭ নভেম্বর, ২০২০ | ১:৪৩ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির।  

তিনি জানান, হাসপাতালের ৬০১ নম্বর কেবিনে ভর্তি আছেন তিনি। আজই ল্যাবএইড হাসপাতালের অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর ল্যাবএইড হাসপাতালে বিএনপির সিনিয়র এ নেতার হার্টের এনজিওগ্রাম করা হয়। এ সময় তার হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০ থেকে ৪৫ শতাংশ অপসারণ করা হয়। এরপর ২৭ অক্টোবর ল্যাবএইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সোহরাবুজ্জামানের নেতৃত্বে সাত সদস্যের মেডিকেল বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে। এ সময় তার ইকো কার্ডিওগ্রামও করা হয়।

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন ২৮ অক্টোবর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর তিনি চিকিৎসকদের পরামর্শে শ্যামলীর আদাবরের বাসায় থেকে চিকিৎসা নেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট