চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

করোনা সংক্রমণে বাংলাদেশ এশিয়ায় শীর্ষ পাঁচে

পূর্বকোণ ডেস্ক

১৬ নভেম্বর, ২০২০ | ৮:২৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণে এশিয়ায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, করোনার সংক্রমণে এশিয়ার মধ্যে শীর্ষে রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে ইরান, তৃতীয় স্থানে ইরাক, চতুর্থ স্থানে ইন্দোনেশিয়া ও পঞ্চম স্থানে বাংলাদেশ। এছাড়া ষষ্ঠ স্থানে রয়েছে তুরস্ক ও সপ্তম স্থানে ফিলিপাইন।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে দেশে সরকারি হিসাবে মারা গেলেন মোট ছয় হাজার ২১৫ জন। একই সময়ে দেশে করোনা আক্রান্ত নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৩৯ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন চার লাখ ৩৪ হাজার ৪৭২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৪ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন তিন লাখ ৫১ হাজার ১৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, ভারতে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৮ লাখ ৪৫ হাজার ৬১৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩০ হাজার ১০৯ জনের। ইরানে মোট শনাক্তের সংখ্যা ৭ লাখ ৭৫ হাজার ১২১ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৯৭৯ জনের। ইরাকে মোট সংক্রমিত ৫ লাখ ১৯ হাজার ও মৃত্যু হয়েছে ১১ হাজার ৬৭০, ইন্দোনেশিয়ায় মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৬৪৮ এবং মৃত্যু হয়েছে ১৫ হাজার ২৯৬ জনের। তালিকায় বাংলাদেশের পেছনে থাকা তুরস্কে মোট শনাক্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ২৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ৫০৭ জনের। ফিলিপাইনে মোট শনাক্ত হয়েছেন ৪ লাখ ৯ হাজার ৫৭৪ এবং মৃত্যু রয়েছে ৭ হাজার ৮৩৯ জন। সংক্রমণে এশিয়ার মধ্যে পঞ্চম হলেও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। মৃত্যুর নিরিখে তালিকায় বাংলাদেশের উপরে রয়েছে পাকিস্তান, ফিলিপাইন, তুরস্ক, ইরাক, ইন্দোনেশিয়া, ইরান ও ভারত।

পূর্বকোণ /আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট