চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অনলাইনে মৌখিক পরীক্ষা নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

অনলাইনে মৌখিক পরীক্ষা নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

৯ নভেম্বর, ২০২০ | ৬:৩৫ অপরাহ্ণ

বিভিন্ন বর্ষের যেসব শিক্ষার্থীর লিখিত পরীক্ষা শেষ হলেও করোনার কারণে মৌখিক পরীক্ষা হয়নি তাদের মৌখিক পরীক্ষা অনলাইনে নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একইসাথে স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর শ্রেণির থিসিস অনলাইনে গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অনলাইনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির বিভিন্ন বর্ষের ও স্নাতকোত্তর শ্রেণির মৌখিক পরীক্ষা নেয়া হবে। ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত থিসিসের সফট কপি মূল্যায়ন শুরু হবে। তবে থিসিসের হার্ড কপি ফল প্রকাশের আগেই জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম বলেন, লিখিতসহ অন্যান্য পরীক্ষা শেষ হলেও মৌখিক পরীক্ষা না হওয়ার কারণে ফল প্রকাশ করা যাচ্ছে না। এ কারণেই অনলাইনে মৌখিক পরীক্ষা নেয়া ও থিসিসের সফট কপি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট