চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ন্যায়বিচার পেতে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে পিতা

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২০ | ৫:২১ অপরাহ্ণ

তিন হাসপাতাল ঘুরে বিনা চিকিৎসায় মারা যাওয়া দুই নবজাতক সন্তানের লাশ নিয়ে ন্যায়বিচার পেতে হাইকোর্টের ন্যায়বিচার পেতে এসেছেন একজন পিতা। সুপ্রিম কোর্টের কর্মচারী তিনি।

আজ সোমবার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ বিষয় নজরে আনলে আদালত ওই তিনটি হাসপাতালের তিন পরিচালকের কাছে কেন দুই শিশুকে ভর্তি করা হয়নি তা জানতে চেয়ে রুল জারি করেন। হাসপাতালগুলো হলো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল ও মুগদা ইসলামিয়া হাসপাতাল।

ভুক্তভোগী জানান, সদ্য জন্ম নেয়া অসুস্থ জমজ সন্তানকে চিকিৎসার জন্য তিনটি হাসপাতালে নিয়ে গেলে কোন হাসপাতাল চিকিৎসা দেয়নি। দুপুরে দুই জমজ মারা যায়। পরে দুই নবজাতকের লাশ নিয়ে হাইকোর্টে যান তিনি। এরপর হাইকোর্ট বিষয়টি নজরে নেন।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট