চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

মুজিব বর্ষে মাসের প্রথম রবিবার জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ ‘ফ্রি’

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২০ | ৪:৩২ অপরাহ্ণ

মুজিববর্ষ উপলক্ষে প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে জাতীয় চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের করতে পারবেন দর্শনার্থীরা। আর এই সুযোগ থাকবে কেবল মুজিববর্ষের বাকি মাসগুলোতে।

শুক্রবার (৩০ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশনায় প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে চিড়িয়াখানা দেখার এই সুযোগ দেওয়া হচ্ছে।

করোনাভাইরাসের কারণে সাত মাসের বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে শর্তসাপেক্ষে দর্শনার্থীদের জন্য খুলছে ঢাকার মিরপুরের এই চিড়িয়াখানা।

চিড়িয়াখানার কিউরেটর আব্দুল লতিফ জানিয়েছেন আগামী ১ নভেম্বর মাসের প্রথম রবিবার হওয়ায় দর্শনার্থীদের বিনামূল্যে ঢোকার সুযোগ সেদিন থেকেই কার্যকর হবে।

তিনি জানান, ফ্রি টিকেটের ক্ষেত্রে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। দর্শনার্থীরা প্রাণিবিজ্ঞান জাদুঘরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বিনামূল্যে আলোকচিত্র প্রদর্শনীও দেখতে পাবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট