চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২০ | ১১:০৩ অপরাহ্ণ

সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে ১২ রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। সেই ধারাবাহিকতায় সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর)। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশে দিনটি পালন করেন মুসলমানরা।

বিভিন্ন ধর্মীয় সংগঠন দিনটি পালন করতে দেশব্যাপী নানা আয়োজন করেছে। প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে রহমানিয়ার মইনীয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে রাজধানীতে জশনে জুলুস (র‌্যালি) অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকেও ২৯ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল মাসে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছর বয়সে একইদিনে তিনি মৃত্যুবরণ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস হিজরি সালের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়। এ উপলক্ষে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট