চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রিফাত হত্যা: অপ্রাপ্তবয়স্ক ১১ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২০ | ২:৫৫ অপরাহ্ণ

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড, ৪ জনকে ৫ বছর করে, একজনকে ৩ বছর ও ৩ জনকে খালাস দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার সকাল ৯ টা ৪০ মিনিটে অপ্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে ছয়জনকে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে শিশু আদালতে নিয়ে আসা হয়; বাকি আটজনকে পরিবারের স্বজনদের সঙ্গে আদালতে হাজির করা হয়।

এর আগে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর এই মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় দেয়া হয়। তাতে রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেয় আদালত। চারজনকে খালাস দেয়া হয়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট