চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুই মালবাহী ট্রেনের সংঘর্ষ, রেলযোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২০ | ১১:১৩ পূর্বাহ্ণ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদালপুর স্টেশনে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষে ৫টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে সাফদালপুর স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, দর্শনা থেকে নোয়াপাড়াগামী মালবাহী একটি ট্রেন স্টেশনের ১ নম্বর লাইনে ছিল। এসময় খুলনা থেকে পার্বতীপুরগামী তেলবাহী আরেকটি ট্রেন সিগন্যাল ছাড়াই ১ নম্বর লাইনে ঢুকে পড়ে। এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তেলবাহী ট্রেনের ৫টি ট্যাংক বিস্ফোরিত হয়ে সব তেল পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে ঢাকা ও উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ শুরু হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট