চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কাউন্সিলর পদ হারালেন হাজী সেলিমের ছেলে ইরফান

নৌবাহিনী কর্মকর্তাকে মারধর: হাজী সেলিমের ছেলে এরফান আটক

অনলাইন ডেস্ক

২৬ অক্টোবর, ২০২০ | ২:১২ অপরাহ্ণ

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় হাজী সেলিমের একটি বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে তার ছেলে এরফান সেলিমকে ‘হেফাজতে’ নিয়েছে র‌্যাব।

উল্লেখ্য, রবিবার (২৫ অক্টোবর) রাতে কলাবাগান ক্রসিং এর কাছে মারধরের শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। মারধরের ঘটনার পর পর গাড়িটি ফেলে এর নম্বর প্লেট ভেঙে চলে যান হাজী সেলিমের ছেলে ও তার বডিগার্ডরা। রাতে এ ঘটনায় জিডি হলেও আজ (সোমবার) ভোরে মামলা হিসেবে অন্তর্ভুক্ত হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, এরফানের গাড়ি ওয়াসিফকে ধাক্কা মারার পর তিনি সড়কের পাশে মোটরসাইকেলটি থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন। তখন গাড়ি থেকে আসামিরা একসঙ্গে বলতে থাকেন, ‘তোর নৌবাহিনী/সেনাবাহিনী বের করতেছি, তোর লেফটেন্যান্ট/ক্যাপ্টেন বের করতেছি। তোকে এখনি মেরে ফেলব’ বলে কিল-ঘুষি মারেন এবং আমার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

গতকাল রবিবার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনায় জিডি হলেও আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরে হাজী সেলিমের ছেলেসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পরই হাজী সেলিমের ছেলে এরফানকে ধরতে অভিযানে নামে র‌্যাব।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট