চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঢাবি অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২০ | ৬:১৯ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মুসলিমদের ‘আসসালামু আলাইকুম’ এবং ‘আল্লাহ হাফেজ’ বলার মাধ্যমে জঙ্গিবাদ বিস্তার ঘটাচ্ছে- এমন বক্তব্যের জন্য এই মামলা করা হয়। মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মাহবুব আলম বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে আজ রবিবার (২৫ অক্টোবর) সকালে মামলাটি দায়েরের আবেদন করেন।

এ মামলাটি বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে দায়ের করা হয়। বাদিপক্ষের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান (আলফেসানী) এ তথ্য নিশ্চিত জানান, মামলার আবেদন জমা দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ঢাবি শিক্ষক অধ্যাপক জিয়াউর রহমান‘আসসালামু আলাইকুম’ বলা ও ‘আল্লাহ হাফেজ’ বলাকে গর্হিত, নিন্দনীয়, জঘন্য ব্যাখ্যা করেন। এসবকে জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত করেন তিনি।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট