চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

১০ বছরে সড়কে মৃত্যুহার অর্ধেকে নামাতে বিশ্ব ব্যাংক-ব্রাকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২০ | ৭:৩০ অপরাহ্ণ

বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যুহার অর্ধেকে নামিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা উন্নয়নে সহযোগিতার জন্য সমঝোতা চুক্তি সই করেছে বিশ্ব ব্যাংক ও ব্র্যাক।

আজ শনিবার (২৪ অক্টোবর) অনলাইনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অংশগ্রহণের মধ্য দিয়ে এই চুক্তি সাক্ষর হয়।

বাংলাদেশে বিশ্ব ব্যাংকের সিনিয়র বিদেশ বিষয়ক কর্মকর্তা মেহেরিন আহমেদ মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সড়ক নিরাপত্তা সহযোগিতা: ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০ শতাংশ হ্রাস’ শীর্ষক অনুষ্ঠানে অংশীদারিত্বের অংশ হিসেবে যশোর-ঝিনাইদহ ৪৮ কিলোমিটার করিডোরে একটি সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান চালুর ঘোষণা দেয়া হয়।

এটি বিশ্ব ব্যাংকের উইকেয়ার প্রকল্পের পরিপূরক হিসেবে চলতি বছরের জুনে অনুমোদিত হয় এবং এর লক্ষ্য ছিল ভোমরা-সাতক্ষীরা-নাভারন এবং যশোর-ঝিনাইদহে বিদ্যমান দুই লেনের মহাসড়ককে চার লেনে উন্নীত করা।

গণপরিবহনে নারীদের সুরক্ষার উন্নয়ন, নারীসহ সব চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে ব্র্যাক ও বিশ্ব ব্যাংক।

 

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট