চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যরিস্টার রফিক-উল হক

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যরিস্টার রফিক-উল হক

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২০ | ৫:০১ অপরাহ্ণ

সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হককে রাজধানীর বনানী কবরস্থানে তার স্ত্রী ডা. ফরিদা হকের কবরের পাশে দাফন করা হয়েছে। এর আগে আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণ, বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ৩ দফা তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

দেশবরেণ্য ও প্রথিতযশা এই আইনজীবীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ এটর্নি জেনারেল, প্রধান বিচারপতি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ব্যরিস্টার রফিক-উল হক মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮৫ বছর বয়সী এই আইনজীবী বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৯৩৫ সালে কলকাতার সুবর্ণপুর গ্রামে জন্ম নেয়া রফিক-উল হক ১৯৬০ সালে আইন পেশায় আসেন। পরে ১৯৯০ সালে তাঁকে এটর্নি জেনারেল করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট