চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

এইচএসসি পরীক্ষা: ফরম পূরণের টাকার একাংশ ফেরত পাবে শিক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষা: ফরম পূরণের টাকার একাংশ ফেরত পাবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২০ | ৮:৫৯ অপরাহ্ণ

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হওয়ায় ফরম পূরণের কিছু টাকা শিক্ষার্থীদের ফেরত দেবে সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক আজ বুধবার (২১ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এবার এইচএসসি পরীক্ষা হচ্ছে না হওয়ায় শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষার উদ্দেশ্যে যেসব খাতে টাকা খরচ হয়নি তা ফেরত দেয়া হবে। পরীক্ষা কেন্দ্র ফি থেকে কিছু অংশ, ইনভিজিলেটর ফি ছাড়াও ব্যবহারিক পরীক্ষার ফি থেকে কিছু অংশ ফেরত পাবে শিক্ষার্থীরা।

অধ্যাপক জিয়াউল আরও বলেন, কীভাবে ও কত টাকা করে শিক্ষার্থীদের ফেরত দেয়া হবে সে বিষয়ে বোর্ড কাজ করছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারির কারণে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেয়ার ঘোষণার পরপরই ফরম পূরণের টাকা ফেরতের দাবি ওঠে। গত বছরের নভেম্বরে এইচএসসির ফরম পূরণের জন্য কেন্দ্র ফি’সহ বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ৫শ’ টাকা এবং মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ৯৪০ টাকা ফি ধরা হয়। এর মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের বোর্ড ফি বাবদ এক হাজার ৬৯৫ টাকা এবং মানবিক ও বাণিজ্যের শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ৪৯৫ টাকা করে নেয়া হয়।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট