চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ইমাম মাহাদী’র অন্যতম সহযোগী গ্রেপ্তার

‘ইমাম মাহাদী’র অন্যতম সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২০ | ৮:৫২ অপরাহ্ণ

স্বঘোষিত ‘ইমাম মাহাদী’ দাবিকারী সৌদি প্রবাসী বাংলাদেশি মুস্তাক মুহাম্মদ আরমান খানের ‘অন্যতম সহযোগী’ সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার দক্ষিণ বাড্ডা এলাকা থেকে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল তাকে মঙ্গলবার (২০ অক্টোবর) তাকে গ্রেপ্তার করে।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিজেকে মুস্তাক মুহাম্মদ আরমান খানের সহযোগী পরিচয় দিয়ে প্রচার চালিয়ে আসছিলেন গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম। সম্প্রতি মুস্তাকের ‘মনগড়া ও ভিত্তিহীন’ বক্তব্যে বিভ্রান্ত হয়ে বাংলাদেশ থেকে কথিত জিহাদে অংশগ্রহণের জন্য সৌদি আরবে যাওয়ার সময় ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন ছাত্র ওমরাহ করার জন্য সৌদি আরবে গিয়ে মুস্তাক মুহাম্মদ আরমানের সঙ্গে যোগ দেয়। এদিকে গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলামও সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পেশায় চাটার্ড একাউন্টেন্ট সিরাজুল ইসলাম ঢাকার দক্ষিণ বাড্ডায় পরিবার বসবাস করেন।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট