চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যরিস্টার রফিক-উল হক

লাইফ সাপোর্টে ব্যারিস্টার রফিক-উল হক

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২০ | ৮:৫১ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আদ-দ্বীন হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। আদ দীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থা ক্রিটিক্যাল (জটিল)। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত থেকে তাঁর অবস্থা খারাপের দিকে যায়। অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাৎক্ষণিক তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর থেকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

গত ১৫ অক্টোবর সন্ধ্যায় দেশের প্রথিতযশা আইনজীবী ও আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হক অসুস্থ হয়ে পড়লে আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৭ অক্টোবর সকালে তিনি কিছুটা সুস্থবোধ করলে পল্টনের বাসায় ফিরে যান। তবে ওইদিনই দুপুরের পরপর আবার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে গত ১৯ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট