চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মাস্ক পরা নিশ্চিত করুন: প্রশাসনকে মন্ত্রিসভার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২০ | ৬:৩০ অপরাহ্ণ

করোনা মহামারিতে মধ্যে ঘরের বাইরে বের হলেই  মাস্ক ব্যবহার নিশ্চিত করতে জোর দিয়েছে মন্ত্রিসভা। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন প্রয়োগ করতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ  সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মাস্ক ব্যবহার নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা দেখছি ইউরোপ-আমেরিকায় পুনরায় করোনার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সেজন্য প্রধানমন্ত্রী বিশেষভাবে নজর দিয়েছেন, সবাই যাতে কেয়ারফুল থাকি, সবাই যেন মাস্ক ইউজ করি। বাকি কি হবে না হবে সেটা আনসার্টেইন বিষয়। করোনাভাইরাস মহামারির মধ্যে গত জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। প্রতিদিনই করোনায় মানুষের মৃত্যু ডেকে আনলেও নানা অজুহাতে এখনও অনেকে মাস্ক ব্যবহার করছেন না অনেকেই।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট