চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চীন থেকে কেনা ৭টি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামে পৌঁছেছে

পূর্বকোণ ডেস্ক

১৫ অক্টোবর, ২০২০ | ৯:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও প্রচেষ্টায় চীনের তৈরী অত্যাধুনিক ৭টি কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান দেশে এসেছে আজ।  চীন সরকারের সাথে ক্রয় চুক্তির আওতায় ঈঅঞওঈ এর মাধ্যমে বিমান বাহিনীর জন্য ক্রয় করা হয়েছে। এই ০৭টি বিমান দেহং মাংসি, চীন হতে বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব বৈমানিক কর্তৃক সরাসরি সফল ফেরী ফ্লাইটের মাধ্যমে আজ বৃহস্পতিবার  বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে অবতরন করে।

এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক, পিএসসি, জিডি(পি)। বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরনের পর বিমান বাহিনীর ঐতিহ্যগত রীতি মোতাবেক সেখানে অভ্যর্থনা জানানো হয়। এসময় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসারগণসহ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-৮ডব্লিউ প্রশিক্ষণ বিমান এর সাথে নতুন ক্রয়কৃত এই ০৭টি বিমানের অন্তর্ভুক্তি বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর সক্ষম তাকে বহুলাংশে বৃদ্ধি করবে। তথ্যসূত্র: আইএসপিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট