চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুই অতিরিক্ত এটর্নি জেনারেলের পদত্যাগ

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২০ | ১:১০ অপরাহ্ণ

অতিরিক্ত এটর্নি জেনারেলের দায়িত্বে থাকা রাষ্ট্রের দুই আইন কর্মকর্তা মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন।

রবিবার (১১ অক্টোবর) সকালে এটর্নি জেনারেলের কার্যালয়ের সলিসিটর অফিসে তার পদত্যাগপত্র জমা দেন। আর মুরাদ রেজা সরাসরি আইন মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

মো. মোমতাজ উদ্দিন ফকির আওয়ামী লীগের টানা তিন বারের ক্ষমতায় থাকার প্রথম মেয়াদে অর্থাৎ ২০০৯-২০১৪ মেয়াদের সময় নিয়োগ পেয়েছিলেন।

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পর তিনি দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করে আসছিলেন।

মমতাজ উদ্দিন ফকির জানান, ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এর বাইরে কিছু নয়।

পদত্যাগের কারণ জানতে মুরাদ রেজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

২০০৯ সাল থেকে এটর্নি জেনারেলের দায়িত্ব পালন করে আসা মাহবুবে আলম ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ষেড়শ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট