চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাইকোর্টের আদেশের পর চার নাবালক শিশু বাড়ি ফিরল

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর, ২০২০ | ১২:৫৬ অপরাহ্ণ

হাইকোর্টের আদেশের পর বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় গ্রেপ্তার চার নাবালক শিশুকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছেন স্থানীয় প্রশাসন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে যশোর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ওই চার শিশুকে নিয়ে বাকেরগঞ্জের রুনশী গ্রামে পৌঁছান প্রশাসনের কর্মকর্তারা।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, “সকালের মধ্যে ওই চার শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করতে উচ্চ আদালতের নির্দেশ ছিল। সে অনুযায়ী তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”      

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, গত রবিবার খেলার কথা বলে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ওই চার শিশুর বিরুদ্ধে থানায় মামলা হয়। মঙ্গলবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনায়েত উল্লার নির্দেশে ১০-১১ বছর বয়সী ওই ৪ শিশুকে যশোর ‘শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

গণমাধ্যমে সেই খবর দেখে বৃহস্পতিবার রাতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাই কোর্ট বেঞ্চ ওই চার শিশুর জামিন নিষ্পত্তির আদেশ দেয়।

যশোরের শিশু উন্নয়ন কেন্দ্র থেকে ওই ৪ জন শিশুকে বৃহস্পতিবার রাতেই অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়।

এ ছাড়া বরিশালের সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ১১ অক্টোবর হাই কোর্টে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট