চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন: অর্ধ লক্ষ টাকা জরিমানা

মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

৮ অক্টোবর, ২০২০ | ৯:৩৯ অপরাহ্ণ

মানিকছড়ি উপজেলার তিনটহরী নামার পাড়া এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে মো. আবুল আলিম (৪২) নামের এক বালু উত্তোলনকারীকে  ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আসমা এ জরিমানা করেন।

তিনি জানান , তিনটহরী নামার পাড়া নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে গেলে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলমান রয়েছে দেখে উত্তোলনকারী মো. আবুল আলিমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ৪ ধারার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট