চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

সারাদেশে করোনার ৭৮ শতাংশ শয্যা খালি, আইসিইউ খালি ৪৮ শতাংশ

সারাদেশে করোনার ৭৮ শতাংশ শয্যা খালি, আইসিইউ খালি ৪৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর, ২০২০ | ৬:৪১ অপরাহ্ণ

করোনা চিকিৎসায় সারাদেশে নিয়োজিত বেডের সংখ্যা ১১ হাজার ৬৮৭টি। এর মধ্যে ২ হাজার ৬১০ জন রোগী ভর্তি আছেন এবং ৯ হাজার ৭৭টি খালি আছে। সেই হিসাবে দেশের করোনা বেড খালি আছে ৭৭ দশমিক ৬৭ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তর আজ রবিবার (৪ অক্টোবর) এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারাদেশে ৫৬৪টি আইসিইউ বেড। আইসিইউ বেডে ভর্তি ২৯১ জন এবং খালি আছে ২৭৩টি। সেই হিসাবে দেশের ৪৮ দশমিক ৪ শতাংশ আইসিইউ বেড খালি। এছাড়া ঢাকা শহরে হাসপাতালে ৩ হাজার ৫১৯টি সাধারণ বেড। সাধারণ বেডে এক হাজার ৮৩১ জন রোগী ভর্তি আছেন। এক হাজার ৬৮৮টি বেড খালি আছে। সেই হিসাবে সাধারণ বেড খালি আছে ৪৮ শতাংশ। ঢাকা মহানগরীতে ৩১৪টি আইসিউ বেডের ১৯৫টিতে রোগী ভর্তি আছেন ও ১১৯টি খালি আছে। অর্থাৎ ৩৭ শতাংশ আইসিইউ খালি।

চট্টগ্রাম মহানগরীতে ৭৮২টি বেডে ভর্তি আছেন ১৩০ জন, খালি আছে ৬৫২টি। অর্থাৎ সেখানে ৮৩ দশমিক ৩৭ শতাংশ বেড খালি আছে। চট্টগ্রাম মহানগরীতে ৩৯টি আইসিউ বেডের মধ্যে ১৭ জন ভর্তি আছেন ও ২২টি খালি আছে। সেই হিসাবে আইসিইউ বেড খালি রয়েছে ৫৬ দশমিক ৪ শতাংশ।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট