চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রেমিট্যান্সে রেকর্ড

রেমিট্যান্সে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর, ২০২০ | ১০:৫৩ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনার মধ্যে গেল সেপ্টেম্বরে অন্য যেকোনো মাসের তুলনায় বেশি ২১৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

অনেকের ধারণা, পাচার করা টাকা প্রবাসী আয়ের মাধ্যমে ফেরত আসছে। যদিও ব্যাংকাররা প্রবাসী আয় বাড়ার পেছনে বিভিন্ন কারণ তুলে ধরছেন।

রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, উন্নত দেশে যাওয়া অনেক বাংলাদেশির মোহভঙ্গ হয়েছে। তাঁদের অনেকের আয় কমে গেছে, আবার অনেকে স্বাস্থ্যব্যবস্থা নিয়ে হতাশ হয়েছেন। ফলে অনেকেই দেশে ফেরার প্রস্তুতি শুরু করে জমানো সব টাকা দেশে পাঠিয়ে দিচ্ছেন। আবার করোনার মধ্যে অনেকে নিকট আত্মীয়দের দানও করছেন। এসব কারণে আয় বেড়েছে।

জানা গেছে, মহামারি করোনার মধ্যেও গত জুলাই মাসে ২৫৯ কোটি ও আগস্টে এসেছিল ১৯৬ কোটি ডলার এসেছিল। এই দুই মাসে প্রবৃদ্ধি যথাক্রমে ৩৬ ও ৬২ শতাংশ হয়েছিল। এত প্রবাসী আয় আসায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। এ কারণে ডলার কিনে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩ হাজার ৯০০ কোটি ডলারের বেশি হয়েছে। আর ডলার কিনে বাংলাদেশ ব্যাংক টাকা দেয়ায় অনেক ব্যাংকের হাতে অতিরিক্ত টাকা জমে গেছে। ঝুঁকি বিবেচনায় ব্যাংকগুলো বিনিয়োগও করছে না। সরকার ও অন্য ব্যাংকের কাছে টাকা রেখে আয়ের চিন্তা করছে।

জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে ৬৭১ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তা প্রায় ৪৯ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে সরকার। সে অনুযায়ী, ১ জুলাই থেকে প্রতি ১০০ টাকার বিপরীতে ২ টাকা প্রণোদনা পাচ্ছেন প্রবাসীরা। ফলে আয় বাড়তে শুরু করেছে বলেও অভিমত অনেকের।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট