চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৯ মাসে সারাদেশে ৯৭৫ ধর্ষণ: আসক

নিজস্ব প্রতিবেদক

১ অক্টোবর, ২০২০ | ১০:১৯ অপরাহ্ণ

চলতি বছরের প্রথম ৯ মাসে গত ৯ মাসে সারা দেশে ধর্ষিত হয়েছে ৯৭৫ জন নারী। আজ বৃহস্পতিবার আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রকাশ করা মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে গত ৯ মাসে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) যৌন হয়রানি ও সহিংসতা, ধর্ষণ ও হত্যা, পারিবারিক নির্যাতন, যৌতুকের জন্য নির্যাতন, গৃহকর্মী নির্যাতন, অ্যাসিড নিক্ষেপসহ নারী নির্যাতনের ঘটনা অনেক ঘটেছে। গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির চাকমা সম্প্রদায়ের এক নারী ও ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা উল্লেখ করে আসক বলেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মাসে সারা দেশে ৯৭৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে, ধর্ষণের পর ৪৩ জনকে হত্যা করা হয়েছে আর আত্মহত্যা করেছেন আরও ১২ জন নারী। গত বছর একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) ধর্ষণের ঘটনা ঘটেছিল ১ হাজার ১১৫টি। ওই সময়ে ৫৭ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট