চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কারাবন্দী ৮৩ প্রবাসী শ্রমিককে মুক্তি দিতে হাইকোর্টের রুল

কারাবন্দী ৮৩ প্রবাসী শ্রমিককে মুক্তি দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২০ | ৬:২০ অপরাহ্ণ

৮৩ ভিয়েতনাম ও কাতারফেরতপ্রবাসী শ্রমিককে কারাগার থেকে কেন মুক্তির নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার (২১ সেপ্টেম্বর) এই রুল জারি করেন। সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পররাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, কারা মহাপরিদর্শক ও তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলে বিবাদি করা হয়েছে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন এই ৮৩ প্রবাসী শ্রমিককে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

আইনজীবী সালাহ উদ্দিন বলেন, বিশেষ ক্ষমায় ছাড়া পেয়ে ভিয়েতনাম থেকে ৮১ ও কাতার ফেরত ২ প্রবাসী শ্রমিককে কোয়ারেন্টাইন শেষে চলতি মাসে ১ তারিখ কারাগারে পাঠানো হয়।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট