চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নারায়ণগঞ্চে মসজিদে বিস্ফোরণ: স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২০ | ২:০৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দেয়ার অভিযোগে স্থানীয় মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনায় গ্রেপ্তার হওয়া বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের কোনো প্রকার অবহেলা ছিল কিনা তা উদঘাটন করার চেষ্টা করছে সিআইডি।

রবিবার সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন জানান, তল্লা বায়তুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ ঘটনায় ফতুল্লা জোনের বিদ্যুৎ বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের আওতায় নেয়া হয়েছে।

এছাড়া তিতাসের আটজন কর্মকর্তা-কর্মচারীকে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। অবহেলার বিষয়টি উদঘাটন করার চেষ্টা অব্যাহত আছে।

অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন আরো বলেন, মসজিদে বিস্ফোরণ একটি জাতীয় ইস্যু হয়ে গেছে। গুরুত্বের সাথে এই তদন্ত কাজ চলছে। যাদের অবহেলায় ঘটনা ঘটেছে তাদের সকলকেই আইনের আওতায় নেয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট