চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

গৃহকর্মী কুলসুমের মৃত্যু: সৌদিতে রিক্রুটিং এজেন্সির মালিক আটক

পূর্বকোণ ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২০ | ৯:৪৬ অপরাহ্ণ

সৌদতে গৃহকর্তার নির্যাতনে কিশোরী কুলসুমের মৃত্যুর ঘটনায় রিক্রুটং এজেন্সি এমএইচ ট্রেডার্স ইন্টারন্যাশনালের মালিক মকবুল হোসেনসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুলের ডিআইটি রোডের এমএইচ ট্রেডার্সে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৪ বছরের কিশোরী উম্মে কুলসুমের বয়স ২৬ বছর দেখিয়ে সৌদি আরবে পাঠানো হয় এমএইচ ট্রেডার্সের মাধ্যমে। সেখানে নির্যাতনের শিকার হয়ে গত ৯ই অগাস্ট স্থানীয় একটি হাসপাতালে মারা যায়  কুলসুম।  ১১ই সেপ্টেম্বর তার মৃতদেহ দেশে আনা হয়।উম্মে কুলসুম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। তার পরিবারের অভিযোগ, ১৭ মাস আগে সৌদি আরবে যাওয়ার পর থেকেই কুলসুমের ওপর অমানুষিক নির্যাতন চলে। স্থানীয় দালাল রাজ্জাক মিয়ার মাধ্যমে ৩০ হাজার টাকা খরচ করে মেসার্স এমএইচ ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে কুলসুমকে গৃহকর্মীর কাজে সৌদি আরবে পাঠানো হয়।
পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট