চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অবসরের পর অন্য পেশা গ্রহণে বাধা নেই

বিসিএসে নেই বয়সের ছাড়

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২০ | ৮:৩৮ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনায় যাদের বয়স ২৫ মার্চে ৩০ বছর পূর্ণ হয়েছে তারা আগস্ট পরবর্তী সময়ে বিসিএস ছাড়া সকল সরকারি চাকরিতে আবেদনের সুযোগ পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দীপংকর বিশ্বাস স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব মন্ত্রণালয় বা বিভাগের অধীনে পরিদপ্তর, সংস্থা বা বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে (বিসিএস ব্যতীত) সরাসরি নিয়োগের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষ হতে ২৫ মার্চ (২০২০) এর আগে নিয়োগের ছাড়পত্র গ্রহণসহ সার্বিক প্রস্তুতি নেয়ার পরও কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে ২৫ মার্চ (২০২০) তারিখে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে নির্দেশ দেয়া হল।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর সরকার ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। ওই ছুটিকালীন অফিস-আদালত বন্ধ ছাড়াও চাকরির বিজ্ঞপ্তি এবং নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। এতে অনেক প্রার্থীর সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা শেষ হয়ে যাওয়ায় বিষয়টি বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সে ছাড় দেয়ার সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট