চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অশ্লীল ফোনালাপ: গণ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে স্থায়ী বহিষ্কার

অশ্লীল ফোনালাপ: গণ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে স্থায়ী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২০ | ১০:১২ অপরাহ্ণ

গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে সার্বিক অবস্থা বিবেচনায় অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

তবে কী কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে তা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। আপত্তিকর ফোনালাপ ও হুমকির অভিযোগ নিয়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের একদিন পরই তাকে অব্যাহতির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক অবস্থা বিবেচনায় এনে গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকার ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় আজ এই সিদ্ধান্ত নেয়া হয়।

অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন। এছাড়া জুম এপের মাধ্যমে ট্রাস্টি বোর্ড সদস্য বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সৈয়দ মোদ্দাচ্ছের আলী, ওয়ালিউল ইসলাম এবং শিরীন পারভীন হক সভায় যোগ দেন।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট