চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মসজিদে বিস্ফোরণ: গ্যাস লিকেজের প্রমাণ মিলেছে

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২০ | ৪:৫১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস লিকেজের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

তিনি জানান, প্রাথমিকভাবে প্রাথমিকভাবে গ্যাস লিকেজের বিষয়টি প্রমাণিত হয়েছে। তবে ফায়ার, তিতাস, ডিপিডিসিসহ তদন্ত কমিটির সব বিষয় নিয়ে কাজ করার পর তদন্তে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৪৩ জন দগ্ধ হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হলে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ৩১ জন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউয়ে চিকিৎসাধীন আছেন আরো পাঁচজন।
পরে, ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দেন। ওই মামলা নারায়ণগঞ্জ সিআইডিতে হস্তান্তর করা হয়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট