চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খুনের মামলায় খাগড়াছড়িতে একজনের  যাবজ্জীবন

দেশে ফিরছেন পশ্চিমবঙ্গের কারাগার থেকে মুক্তি পাওয়া ৬৫০ বাংলাদেশি

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২০ | ৯:৫১ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কারাগারে থাকা বন্দি আছেন ৬৫০ জন বাংলাদেশি নাগরিক। স্থানীয় প্রশাসন সেসব বন্দিকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে।

পিটিআই আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জানায়, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত এসব বন্দিদের সাজার মেয়াদ শেষ হলেও করোনার কারণে এতদিন ফেরত পাঠানো হয়নি। এখন দ্রুততম সময়ে তাদের মুক্তি দিয়ে কারাগারে করোনার সংক্রমণ প্রতিরোধের চেষ্টা চলছে।

এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দি আছেন প্রায় ৯৫০ জন বাংলাদেশি আছেন। এদের মধ্যে সাজার মেয়াদ পূর্ণ করেছেন ৬৫০ জন।

ভারতে চলতি বছরের মার্চ থেকে করোনার প্রকোপ বাড়লে জামিন এবং প্যারোলের সুযোগ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এমন করে এখন পর্যন্ত ৩ হাজার বন্দি মুক্তি পেয়েছেন।

করোনাভাইরাসে রীতিমতো দিশেহারা ভারত দৈনিক সংক্রমণে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের শুক্রবার সকালের তথ্যানুযায়ী, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয় ৯৬ হাজার ৭৬০ জন। একই সময়ে রেকর্ড ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট