চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

হৃদরোগে বিসিবি’র নিরাপত্তা প্রধানের মৃত্যু

হৃদরোগে বিসিবি’র নিরাপত্তা প্রধানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২০ | ৭:২৬ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (শুক্রবার) বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর সিএমএইচে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর।

প্রধান নিরাপত্তা কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হওয়ায় বিসিবি’র নিরাপত্তা প্রধান কর্মকর্তা মেজর (অব.) হোসেন ইমাম আজ শুক্রবার বিকেলে ইন্তেকাল করেছেন।

বিসিবি’র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, হোসেন ইমাম হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছিলেন। আজ বিকেলেই সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট