চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইউএনওর ওপর হামলা: ঘোড়াঘাট থানার ওসি প্রত্যাহার

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২০ | ৩:০১ অপরাহ্ণ

দিনাজপুরে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনার নয় দিনের মাথায় ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করে রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানায় নতুন ওসির দায়িত্ব দেয়া হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে প্রত্যাহারকৃত ওসি আমিরুল ইসলাম জানান, তিনি ঘোড়াঘাট থেকে প্রত্যাহার হয়ে অস্ত্র জমা দেয়ার জন্য দিনাজপুরে এসপি অফিসে যাচ্ছেন।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহত ইউএনও ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিকে, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি তদারকি করছে বলে জানান দিনাজপুরের জেলা প্রশাসক। একজন উপজেলার সর্বোচ্চ কর্মকর্তাকে রাতে তার সরকারি বাসভবনে ঢুকে একটা ফাইলের জন্য হামলা করার সাহস দেখিয়েছে যারা তাদের মধ্যে প্রকৃত হামলার আসল মদদদাতাকে খুঁজে বের করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বলে ও জানান এই জেলা প্রশাসক।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট